চট্টগ্রামে করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আরও ৬ জন। আজ শনিবার (২৩ মে) নগরীর জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিট থেকে তাদের ছাড়পত্র দেয়া হয়। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নভেল করোনায় সুস্থ হয়ে ওঠায় শনিবার ৬ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। তারা হলেন- নেভী হাসপাতাল গেট এলাকার নিরুপম চাকমা নামের ৩৮ বছর বয়সী নারী, খুলশীর আমবাগান এলাকার মো. মঈন উদ্দিন, ৬৪ বছর বয়সী ডা. মৃদুল মল্লিক, কক্সবাজারের চকরিয়ার ৩৭ বছর বয়সী ডা. আবদুল মান্নান, ৪০ বছর বয়সী চুমকি চাকমা নামের নারী, দক্ষিণ নালাপাড়ার মো. জাহিদ।