বিশ্বব্যাপী সংক্রমিত প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চট্টগ্রামে সুলতানা আঁখি (২৩) নামে এক কলেজছাত্রীর মৃ, ত্যু হয়েছে।
গতকাল বুধবার (১৩ মে) রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তার মৃ, ত্যু হয়েছে। হাসপাতালটির সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত সুলতানা আঁখি পতেঙ্গায় চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত একটি মহিলা কলেজে স্নাতক শ্রেণিতে পড়তেন। তার বাড়ি পতেঙ্গা থানাধীন কাঠগড় ইউসুপ বলীর গলি এলাকায়।
উল্লেখ্য, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ মে সুলতানা আঁখির করোনা শনাক্ত হয়। সেদিনই তাকে করোনার জন্য বিশেষায়িত চট্টগ্রাম জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
ডা. আব্দুর রব জানায়, দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে ভুগছিল মেয়েটি। এ ধরনের রোগী করোনায় আক্রান্ত হলে বাঁচানো কঠিন।