করোনাভাইরাসে চট্টগ্রামে আরও একজন (৫৫) মারা গেছেন। তিনি নগরীর চান্দগাঁও থানার বাসিন্দা। রবিবার (৩ মে) চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেজে (বিআইটিআইডি) ১৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে যে পাঁচজনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে, তাদের মধ্যে একজন তিনি।
করোনায় মারা যাওয়া ওই ব্যক্তির মেয়ে জানান, গত ২৬ এপ্রিল অসুস্থ হয়ে পড়েন তার বাবা। এরপর ২৭ এপ্রিল তাকে বিআইটিআইডিতে ভর্তি করা হয়। ২৮ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হলে তিনি বাড়িতে ফিরে যান। এরপর ৩০ এপ্রিল মারা যান তিনি। ১ মে গাউসিয়া কমিটির সদস্যরা পিপিই পরিধান করে তার দাফন সম্পন্ন করেন।
এ বিষয়ে চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, আক্রান্তদের দুজনের ঠিকানা হিসেবে নগরীর দামপাড়া পুলিশ লাইন্সের কথা উল্লেখ আছে।তবে ঠিকানা হিসেবে দামপাড়া পুলিশ লাইন্সের কথা উল্লেখ থাকলেও কেউ পুলিশ সদস্য নন। তাদের বয়স যথাক্রমে ৩৮ ও ৫৫। ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি অন্তত দুইদিন আগে মারা গেছেন। মৃ, ত্যুর পর নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।
চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাতজন। অন্যদিকে, সুস্থ হয়েছেন ২১ জন।