চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আশরাফ আলী (৭৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১৩ মে) সকাল ৮ টার দিকে হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)-তে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আশরাফ আলী নগরীর পাচঁলাইশ থানার কাতালঞ্জ এলাকার বাসিন্দা। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত ওই বৃদ্ধ প্রথমে নগরীর পার্কভিউ হাসপাতালে যান। সেখান থেকে গত শনিবার (৯ মে) রাত ১২ টারপর তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে আজ বুধবার সকাল ৮ টা ১০ মিনিটের দিকে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন বলেও জানান তিনি।