অন্যান্য

চট্টগ্রামে একদিনেই ১৬ করোনা পজিটিভ

চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্ত এলাকায় নতুন করে যুক্ত হল নগরীর এনায়েতবাজার ও সীতাকুণ্ডের বড় কুমিরা এলাকা। তবে এনায়েত বাজারে করোনা পজিটিভ শনাক্ত হওয়া দুজনের মধ্যে একজন মা, রা গেছেন। দামপাড়া পুলিশ লাইন, আকবরশাহ, দক্ষিণ হালিশহর ও পাহাড়তলীতে আবার মিললো দুজন করে মোট ৮ জন করোনা পজিটিভ। এছাড়া পটিয়া, বাঁশখালী ও লোহাগাড়াও মিলেছে একজন করে করোনা রোগী। এছাড়া করোনা শনাক্ত রোগী পাওয়া গেছে চট্টগ্রাম সেনানিবাসের মিলিটারি হসপিটাল ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে।

সবমিলিয়ে চট্টগ্রামে করোনাভাইরাস পরীক্ষার প্রধান পরীক্ষাগার ফৌজদারহাটের ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে গত ২৪ ঘন্টায় মোট ২৪৩টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামেই পাওয়া গেল মোট ১৬ করোনা রোগী। চট্টগ্রামের বাইরে নোয়াখালী ও লক্ষ্মীপুরে মিলেছে আরও ৬ জন।

চট্টগ্রাম জেলার ১৬ জনের মধ্যে মহানগরের ১২ জন ও বিভিন্ন উপজেলার ৪ জন রোগী রয়েছেন। দিনের নমুনা পরীক্ষায় ১৬ জন রোগীর মধ্যে দুজন নারী— দুজনই দক্ষিণ হালিশহরের। এদের বয়স ৩৪ ও ৭৫।

বাঁশখালীতে করোনা পজিটিভ শনাক্ত হওয়া রোগীটি একজন পুরুষ, তার বয়স ৪৫ বছর। এছাড়া লোহাগাড়া উপজেলায় ২৭ বছর বয়সী একজন পুরুষ, পটিয়া উপজেলায় ৪৫ বছর বয়সী একজন পুরুষ এবং সীতাকুন্ডের বড় কুমিরায় ৩০ বছর বয়সী একজন পুরুষ করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। পটিয়ায় আক্রান্ত নতুন রোগীটি পৌরসভার ১ নং ওয়ার্ডের কাগজীপাড়ায় করোনাজয়ী মহিলার দেবর।

নগরীতে শনাক্ত হওয়া ১২ জনের মধ্যে রয়েছেন দামপাড়া পুলিশ লাইনের ২৫ ও ৩৫ বয়সী দুইজন পুরুষ। এছাড়া উত্তর কাট্টলীতে ৪০ বছর বয়সী একজন পুরুষ, আকবরশাহ থানায় ৫১ বছর বয়সী একজন পুরুষ, দক্ষিণ হালিশহর ৭৫ বছর ও ৩৪ বছর বয়সী দুই নারী, এনায়েত বাজার ২১ ও ৪৭ বছর বয়সী ২ পুরুষ, পাহাড়তলী থানার মৌসুমী আবাসিক এলাকায় ৪২ ও ৩৭ বছর বয়সী দুই পুরুষ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

চট্টগ্রাম জেলায় শনাক্ত হওয়া বাকি দুজনের একজন ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডি এবং অন্যজন চট্টগ্রাম সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।

চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির সোমবার রাত ১১টা নাগাদ এসব তথ্য নিশ্চিত করেছেন। সোমবার শনাক্ত হওয়া ১৬ জনের মধ্যে পুরানো কোন করোনা রোগী আছে কিনা এই বিষয়টি নিশ্চিত করে জানাতে পারেননি তিনি। এ তিনি বলেন, ‘পুরানোদের নামের পাশে রি-টেস্ট লিখা থাকে। এই ধরনের কিছু লেখা নেই আজ।’

নতুন করে শনাক্ত হওয়া এই ১৬ জনসহ চট্টগ্রামের দুই ল্যাবে করোনা পজিটিভ শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০৫ জনে। বাইরে থেকে আক্রান্ত হয়ে চট্টগ্রামে চিকিৎসাধীন আছেন আরও পাঁচজন। এছাড়া কক্সবাজার জেলার দুজন রোগী চট্টগ্রামের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে এদের মধ্যে ৭ জন মা, রা গেছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন।

বিআইটিআইডি ও সিভাসুতে এ পর্যন্ত চট্টগ্রাম অঞ্চলের মোট তিন হাজার ৮৪১ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস পাওয়া গেছে ১৬০ জনের শরীরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *