দেশে করোনাভাইরাসের নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। আগে যে কয়েকজন শনাক্ত হয়েছিল তারাও এখন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবে সারা বিশ্বে ছড়িয়ে পড়া এ ভাইরাসের থাবায় বর্তমানে ইতালিতে মৃত্যুর সংখ্যা বাড়ছে। তাই ইতালিফেরত যারাই দেশে ফিরছে তাদের সকলকেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
গত ৮ মার্চে চট্টগ্রামে ইতালি ফেরত সাতজনকে হোম (নিজ বাড়িতে) কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পরবর্তীতে গত কয়েকদিনে ইতালি ফেরত আরও ১৪ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) চট্টগ্রামে এ পর্যন্ত ২১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই বিষয়ে নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
জানা যায়, ৮ মার্চের পর ইতালিফেরত ১২ জন চট্টগ্রামে আসেন। গত ২৪ ঘন্টায় আরও দুজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
ডা. সেখ ফজলে রাব্বি চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘এখনও কোথাও করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়নি। তবে গত ২৪ ঘন্টায় ২ জন এবং কয়েকদিনে ১৪ জন চট্টগ্রামে এসেছেন। এ পর্যন্ত ২১ জন তাদের নিজেদের (হোম) কোয়ারেন্টাইনে রয়েছেন। তারা এই ভাইরাসের বাহক কিনা তাই নিশ্চিত হতে তাদের হোম কোয়ারেন্টাইনে ১৫ দিনের জন্য থাকার কথা বলা হয়েছে। তাদের ফোন নম্বর রয়েছে আমাদের কাছে। আমরাও সার্বক্ষণিক যোগাযোগ করছি তাদের সাথে। তারাও আমাদের আপডেট জানাচ্ছেন। যদি কোনো উপসর্গ দেখা দেয় তারা আমাদের জানাবেন। তাহলে সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে।’