চট্টগ্রামে আরও ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫ জনের বাড়ি চট্টগ্রামে। অন্যজন লক্ষ্মীপুরের বাসিন্দা।
চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) আরও ৯৬ জনের করোনা পরীক্ষা করে ৬ জনের দেহে রোগটি পাওয়া গেছে।
রোববার (১২ এপ্রিল) রাতে এ তথ্য জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
রোববার নতুন আক্রান্তদের মধ্যে একজন চট্টগ্রাম নগরের দামপাড়ার বাসিন্দা (বয়স ৫৫), আরেকজন ফৌজদারহাটের বাসিন্দা (৪৫ বছর), সাতকানিয়ার বাসিন্দা ৩২ ও ১৯ বছরের দুইজন ও পটিয়ার বাসিন্দা ৬ বছরের এক শিশু রয়েছে। আরও একজনের দ্বিতীয় দফার টেস্টে পজেটিভ পাওয়া গেছে। তার বাড়ি সাতকানিয়ায়। এছাড়াও চট্টগ্রাম বিভাগের লক্ষীপুরে আজও একজনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে।