নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে চিকিৎসাধীন থাকা ৬৫ বছর বয়সী এক রোগীর মৃ. ত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত মৃ. তের সংখ্যা দাঁড়ালো পাঁচ জনে। পাঁচ জনের মধ্যে একজন ৬ বছর বয়সী শিশুও রয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯টায় চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) মৃ. ত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. আবুল হাসান চৌধুরী।
তিনি জানান, বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় ওই রোগীর করোনা পজিটিভ হয়। শুক্রবার সকালে ওই রোগী মারা গেছে।
ভর্তি করানোর পর রোগীটিকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল। রোগীর ডায়াবেটিক, শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যা ছিল বলে জানান তিনি।