অন্যান্য

চট্টগ্রামের শেভরনসহ ১৩ বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষা

করোনাভাইরাস শনাক্ত করতে পরীক্ষার আওতা বাড়াচ্ছে সরকার। এবার করোনা পরীক্ষা করতে ১৩টি বেসরকারি হাসপাতালকে অনুমোদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ঢাকায় ১১টি এবং ঢাকার বাইরে দুটি হাসপাতাল ও ল্যাব রয়েছে।

অনুমোদন পাওয়া তালিকায় ঢাকার হাসপাতালের মধ্যে আছে এভারকেয়ার হাসপাতাল, স্কয়ার হাসপাতাল, পুর্নাভা হেলথ বাংলাদেশ লিমিটেড, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, এনাম মেডিকেল কলেজ হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল লিমিটেড, বায়োমেড ডায়াগনস্টিক, ডিএমএফআর মলিকিউলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিকস, ল্যাব এইড হাসপাতাল, বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স জেনারেল হাসপাতাল, কেয়ার মেডিকেল কলেজ।

এ ছাড়া ঢাকার বাইরে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল এবং চট্টগ্রামের শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (পিটিই) লিমিটেডও শুরু করবে করোনা পরীক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *