অন্যান্য

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রলি খাদে, চালকসহ নি’হত ২

লোহাগাড়ায় মালবাহী ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকসহ ২ জনের মৃ’ত্যু হয়েছে। এ ঘটনায় আ’হত হয়েছে আরও ১ জন।

১১ মার্চ ( বুধবার) রাত ৯ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি বনপুকুর এলাকায় এ দু’র্ঘ’টনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মো: ইয়াছিন আরফাত বিষয়টি নিশ্চিত করেছেন।

নি’হ’তরা হলেন, চকরিয়া উপজেলার হারবাং কোরবানিয়া ঘোনা এলাকার সোলতান আহমদের পুত্র আবদুল হাকিম (৪৮) ও একই এলাকার মো: ইসমাঈল। আহত অপরজন হলেন একই এলাকার রহমানিয়া পাড়া হামিদ হোসাইনের পুত্র মো: আমিন।

জানা যায়, আমিরাবাদ বাজার থেকে মালবাহী ট্রলি গাড়িটি আজিজনগরের উদ্দেশ্য যাচ্ছিল।

চুনতি বনপুকুর এলাকায় ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থেল আবদুল হাকিমের মৃ’ত্যু হয়।

গুরুত্বর আ’হত আবস্থায় ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাঈলকে মৃত ঘোষণা করেন।

অপরজন আ’হত মুহাম্মদ আমিনের অাশংকাজনক অবস্থায় চমেকে প্রেরণ করেছেন বলে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি চিকিৎসক ডাঃ কেএম আবদুল আল মামুন জানিয়েছেন।

দোহাজারী হাইওয়ে পুলিশের ওসি ইয়াছিন আরফাত জানান,মালবাহী ট্রলিটি দোহাজারী হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *