অন্যান্য

চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ডভ্যানের সংঘ’র্ষে নি’হত ১

মিরসরাই উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় দুই কাভার্ডভ্যানের সংঘ’র্ষেএকজন নি’হত হয়েছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৫টা ২০ মিনিটে এ দু’র্ঘ’টনা ঘটে। সড়ক দু’র্ঘ’টনায় নি’হতের নাম চালকের সহকারী মো. ইসমাইল (২৩)। তার বাড়ী নোয়াখালী জেলায়।

Imagin Pic

বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই ফা’য়ার সার্ভিস এন্ড ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা তানভীর আহম্মদ। তিনি বলেন বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রমাম মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় চট্টগ্রামমুখী লাইনে এক কাভার্ডভ্যান অপর কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে এ দু’র্ঘ’টনা ঘটে। সংঘ’র্ষের পর সহকারীকে গুরু’তর আহ’ত অবস্থায় উ’দ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ সোহেল সরকার বলেন, আমি শুনি নাই তবে খোঁজ নিয়ে দেখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *