করোনাভাইরাস প্রতিরোধে আসন্ন রমজানে ফুটপাতে কোনো ধরনের ইফতার তৈরি ও বিক্রি যেন না হয় পুলিশ সদস্যদের সেদিকে খেয়াল রাখার নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান নগরীর ১৬ থানার ওসিদের এ নির্দেশনা প্রদান করেন।
এছাড়া বিজ্ঞপ্তিতে রেস্টুরেন্ট বা খাবার দোকানে বসে ইফতার না করা এবং সন্ধ্যা ৬টার পর ইফতার সামগ্রী বিক্রি না করার কথাও বলা হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক বলেন, রমজানে ইফতার সামগ্রী বিক্রিতে সিএমপির নির্দেশনা মেনে চলতে হবে।
সিএমপির অনুমতি ব্যতীত কোথাও ইফতার সামগ্রী বিতরণ করা যাবেনা। পাশাপাশি ইফতার সামগ্রী বিক্রিতে সামাজকি দূরত্বও বজায় রাখতে হবে।
তিনি বলেন- রেস্টুরেন্ট, খাবার দোকান বা অন্য কোথাও সেহেরি তৈরি, আয়োজন বা বিক্রি করা যাবে না। কোথাও কোন ইফতার পার্টির আয়োজনও করা যাবে না। নির্দেশনা অমান্য করা হলে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।