চট্টগ্রাম নগরীতে সোনার বাংলা ট্রেনের ধাক্কায় স্নেহা আক্তার নামের এক স্কুল শিক্ষার্থী আ’হত হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় দেওয়ানহাট এলাকায় এই দু’র্ঘ’টনা ঘটে। আ’হত স্নেহা আক্তার খাজা আজমেরি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ রেলওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বিকেলে সোনার বাংলা ট্রেনের ধাক্কায় এক স্কুল শিক্ষার্থী আ’হত হয়েছেন। আমরা উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য চটগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছি।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-সহকারী-পরিদর্শক আলাউদ্দিন বলেন, দেওয়ানহাট এলাকায় ট্রেনের ধাক্কায় স্নেহা আক্তার নামের এক স্কুল শিক্ষার্থী আ’হত হয়েছেন। তিনি হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।