অন্যান্য

চকরিয়ায় এসিল্যান্ড-নার্সসহ ৪ জন করোনা আক্রান্ত

কক্সবাজারের চকরিয়ায় আরও ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে একজন প্রশাসনিক কর্মকর্তা, একজন সিনিয়র নার্স ও একজন ল্যাব সহকারী রয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) চকরিয়া হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, চকরিয়ায় করোনা শনাক্ত রোগীর মধ্যে চকরিয়া সহকারী কমিশনার, উপজেলা কমপ্লেক্সের সিনিয়র নার্স, ল্যাব টেকনিশিয়ান এবং ফাঁসিয়াখালী ইউনিয়নের বাসিন্দা রয়েছেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুুল তাবরীজ বলেন, চকরিয়া চারজন করোনা পজিটিভ। তার মধ্যে এসিল্যান্ডও রয়েছেন। অন্য দুইজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাপ। আরেকজন ফাঁসিয়াখালী ইউনিয়নের লোক।

তিনি আরও বলেন, যেহেতু একজন প্রশাসনিক কর্মকর্তা আক্রান্ত হয়েছেন সেহেতু সিদ্ধান্ত নিয়ে পরবর্তী প্রদক্ষেপ নেওয়া হবে। এরা কার কার সংস্পর্শে এসেছে সবকিছু যাছাই লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *