অন্যান্য

গুগল ম্যাপস ব্যবহার করে বাড়ি যাওয়ার সময় পরিবারসহ খালে নারী চিকিৎসক

গুগল ম্যাপস অ্যাপের জুড়ি নেই অপরিচিত কোনো স্থান বা ঠিকানা খুঁজে বের করতে।  আপনি যে কোন স্থানে যাওয়ার ইচ্ছা হোক না কেন, ম্যাপসে সার্চ করলে সঙ্গে সঙ্গে দেখা যায় নির্দিষ্ট পথ। এক কথায়, গুগল ম্যাপস আলাদিনের প্রদীপের মতো কাজ করে, অপরিচিত স্থানে ঠিকানা খুজঁতে। কিন্তু সম্প্রতি ভারতের কেরালার এক পরিবারের নিকট জনপ্রিয় এই নেভিগেশন অ্যাপটিকে মৃত্যুর অভিজ্ঞতার জন্য দায়ী করা হয়েছে।

সম্প্রতি ভারতীয় গনমাধ্যম ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়েছে, সোনিয়া নামের এক চিকিৎসক ব্যক্তিগত গাড়ি চালিয়ে গত বৃহস্পতিবার (৪ আগস্ট)  রাতে এরনাকুলম থেকে কুমবানাদে নিজের বাড়ি ফিরছিলেন। সঙ্গে ছিল তার তিন মাসের শিশুকন্যা, মা ও এক আত্মীয়। কিন্তু তারা পথিমধ্যে পথ হারিয়ে ফেলায় গুগল ম্যাপসের সাহায্য নেন। আর তাতেই বিপত্তি।

রাত সাড়ে ১০টার দিকে একটি খালে পড়ে যায় গাড়িটি ম্যাপসের দেখানো বিকল্প পথে চলতে গিয়ে। তবে গাড়িতে বিপদকালীন অ্যালার্মের ব্যবস্থা ছিল সেই গাড়ীতে। পানিতে পড়া মাত্রই অ্যালার্ম আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয় মানুষ। পানির স্রোতে গাড়িটি ভেসে যাচ্ছিল। ঘটনাস্থলের প্রায় ৩০০ মিটার দূরে কোনো রকমে দড়ি ছুড়ে উদ্ধার করা হয় যাত্রীদের।

প্রসঙ্গত, গুগল ম্যাপসের এটিই প্রথম দুর্ঘটনার ঘটনা নয়। এর আগেও অনেকবার ম্যাপসের ভুলের খেসারত দিতে হয়েছিল বিভিন্ন ব্যক্তিতে। যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি বরফঢাকা ম্যাপ ব্যবহার করে মিসিসিপি নদীর ওপারে পায়ে হেঁটে যাওয়ার সময় বরফ ভেঙে হিমশীতল পানিতে পড়ে যান ২০২০ সালের ফেব্রুয়ারিতে।

খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে এসে নদী থেকে তাকে উদ্ধার করে। ওই ব্যক্তির দাবি, গুগল ম্যাপস তাকে বলেছিল এটি দ্রুততম রাস্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *