মহামারি করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে নোয়াখালী জেলাকে লক-ডাউন ঘোষণার প্রথম দিন নোয়াখালীর সেনবাগে কঠোর অবস্থান নিয়েছে সেনবাগ থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
নোয়াখালী জেলা প্রশাসক(ডিসি) তন্ময় দাস কর্তৃক নোয়াখালী জেলা এবং অত্র জেলার ৯টি উপজেলাকে শনিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য লক-ডাউন ঘোষণা করে। ওই লক-ডাউন কার্যকর করার জন্য সেনবাগ থানা পুলিশ ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ অংশে সেবারহাট বাজারের পূর্ব পাশে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বন্ধ করে দেয় এবং রাস্তায় চেক পোষ্ট বসায় যাতে করে ফেনী থেকে কোন ধরনের যানবাহন ও মানুষ সেনবাগ তথা নোয়াখালীতে প্রবেশ করতে না পারে।
শুধুমাত্র পণ্যবাহী গাড়ি ছাড়া লক-ডাউন ঘোষণার কারণে সামান্য কিছু সংখ্যক সিএনজি ও রিকসা চলাচল করার চেষ্টা করলে পুলিশ তাদেরও আটকিয়ে দেন এবং যাত্রীদেরও নামিয়ে দিতে দেখা গেছে।
এছাড়াও পথচারীদের পরিচয় নিশ্চত করে তবেই চেক পোষ্ট দিয়ে যাতায়াত করতে হচ্ছে।এছাড়াও সেনবাগ উপজেলার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ও ডমুরুয়া ইউপির লাঙ্গলকোট-বক্সগঞ্জ সড়কে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা।