অন্যান্য

খেলা চলাকালে বজ্রপাতে মাঠেই ফুটবলারের মৃত্যু, গুরুত্বর আহত ৫

বৈরী আবহাওয়ার কবলে পড়ায় খেলা আর চালিয়া যাওয়া সম্ভব হচ্ছিল না। তাই মাঠ ছেড়ে উঠে যাচ্ছিলেন ফুটবলাররা। কিন্তু সে সময়ই ঘটে মর্মান্তিক এক ঘটনা। বজ্রপাতে মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক ফুটবলার। এই ঘটনায় মৃত্যুর সঙ্গে লড়ছেন আরও একজন।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে। দ্য সানের প্রতিবেদনে জানা যায়, ম্যাচ চলাকালীন বজ্রপাতে একজন ফুটবলার তাৎক্ষণিক নিহত হন এবং পাঁচজন গুরুত্বর আহত হয়েছেন। এ ঘটনায় দেশটির ফুটবলে শোকের ছায়া নেমে এসেছে।

পেরুর হুয়ানকায়ো শহরে জুভেন্তুদ বেয়াভিস্তা এবং ফ্যামিলিয়া চোক্কার ক্লাবের ম্যাচ চলছিল। ম্যাচ চলাকালীন শুরু হওয়া বৃষ্টির কারণে মাঠের বিভিন্ন জায়গায় পানি জমে যায়। বৃষ্টির সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বজ্রপাতের শব্দ। স্টেডিয়ামের চারপাশে বজ্রপাতের শব্দ প্রতিধ্বনিত হওয়ার সঙ্গে সঙ্গে রেফারি খেলা বন্ধ করার নির্দেশ দেয়।

তখন দুই দলের ফুটবলাররা মাঠ ছেড়ে ড্রেসিংরুমের দিকে যাচ্ছিলেন। এমন সময় বজ্রপাতের শব্দ শোনা যায় এবং মাঠে লুটে পড়েন হোসে হুগো দে লা ক্রুজ়‌ মেসার নামের এক ফুটবলারের। তিনি সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলেন। তার আশেপাশে থাকা জনা পাঁচেক ফুটবলারও একই ভাবে পড়ে যান।

পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে মেসাকে বাঁচানো যায়নি। হাসপাতালে এরিক এস্তিভেন সেন্তে কুইলর, জোসেপ গুস্তাভো পারিয়োনা চোক্কা এবং ক্রিশ্চিয়ান পিতুই কাহুয়ানা ভর্তি। এ ছাড়া হুয়ান চোক্কা লাক্তার অবস্থা আশঙ্কাজনক।

এই ঘটনায় স্থানীয় পুলিশ জানিয়েছে, মেসা হাতে একটি ধাতব বালা পরেছিলেন। সম্ভবত সে কারণেই মৃত্যু হয়েছে তার। আগেও পেরুতে এ ধরনের ঘটনা ঘটেছে। ২০১৪ সালে একটি ফুটবল ম্যাচে স্পোর্ট আগুইলা ক্লাবের হোয়াও কনত্রেরাস বজ্রপাতে আহত হন। তবে তিনি বেঁচে গিয়েছিলেন।