আল আরবের মক্কা অবস্থিত মসজিদ আল-হারাম ও মদিনার মসজিদে নববী খুলে দেওয়া হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের পর শুক্রবার এই মসজিদ দুটি খুলে দেওয়া হয়।
আল আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আল-এখবারিয়া এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স ও স্ট্রেইট টাইমসের।
এর আগে বৃহস্পতিবার ব্রিটিশ দৈনিক সানডে এক্সপ্রেস জানায়, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আল আরবের পবিত্র নগরী মক্কার ঐতিহাসিক মসজিদ আল-হারামে কাবা শরিফ চত্বরে প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কাবা শরিফ ধোঁয়া-মোছার কাজ চলছে।