ফেনী

খাবারে ক্ষতিকার রং ও বিভিন্ন অভিযোগে ফেনীতে রসমেলা কারখানাকে জরিমানা

খাবারে ক্ষতিকর রং ব্যবহার সহ বিভিন্ন অভিযোগে ফেনীতে রসমেলা সুইটস’র কারখানাসহ তিন প্রতিষ্ঠানে ৯০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেনী সদরের সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা দাশ এ অর্থদন্ড প্রদান করেন।

আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন কারখানায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরী,ক্ষতিকর রং ব্যবহার করে খাবার তৈরী ও পণ্যে মেয়াদের তারিখ না থাকার অভিযোগের ভিত্তিতে ভ্রম্যমান আদালত পরিচালনা করে ফেনী সদরের সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা দাশ। অভিযানে রসমেলা সুইটস এর কারখানায় অপরিচ্ছন্ন পরিবেশ, পণ্যে মেয়াদের তারিখ না থাকা, ক্ষতিকর রং ব্যবহার, কর্মচারীদের অসচেতনার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এ ৬৫ হাজার টাকা অর্থদন্ড, লালপোল শপিং সেন্টার হোটেল এন্ড রেস্টুরেন্টকে (সাবেক হক হোটেল) ২০ হাজার টাকা অর্থদন্ড ও লালপোলে আমানত হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

অভিযানে মেয়াদত্তীর্ণ ও রং মেশানো খাবার ধ্বংস করা হয়। অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেনী সদরের সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা দাশ জানান, সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের এরকম অভিযান অব্যহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *