খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোন ছড়া ইউনিয়নের দুর্গম প্রত্যন্ত গ্রাম রবিধন পাড়ায় হামসহ বিভিন্ন রোগে আক্রান্ত ৭৩টি শিশু এবং শতাধিক নারী-পুরুষকে চিকিৎসা সেবা প্রদান করেছে খাগড়াছড়ি সেনাবাহিনীর সদর জোনের একদল চিকিৎসক।
সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের ব্যবস্থাপনায় শুক্রবার (০৩ এপ্রিল) দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় খাগড়াছড়ি স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল অফিসার ডাক্তার মিল্টন ত্রিপুরা, মেডিক্যাল অফিসার ডাক্তার অগ্নিভ চাকমা তুর্য রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন। এ সময় রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ ও পুষ্টিকর খাদ্য সামগ্রী দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদরে ২২ বীর জোনের উপ-অধিনায়ক মেজর চৌধুরী মোহাম্মদ ফাহিম আশরাফী পিএসসি, লেফটেনেন্ট ফাহিম ফয়সাল সামিন, ভাইবোন ছড়া ইউনিয়ন চেয়ারম্যান পরিমল ত্রিপুরা, ওয়ার্ড মেম্বার শান্তিময় চাকমা, রবিধন পাড়া কারবারি অরুণ বিকাশ ত্রিপুরা, রবিধন পাড়া বে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক বিনোদ কুমার ত্রিপুরা, জাবারাং এর প্রকল্পের সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা।