যুব ক্রিকেট বিশ্বকাপ বিজয়ী ক্রিকেটার পারভেজ হোসেন ইমন নিজ জন্মস্থান নোয়াখালীর বেগমগঞ্জে সর্বস্তরের ভালবাসায় সিক্ত হলেন। রোববার বিকেলে ছয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে তাকে গর্ণসংবধ্যনা দেওয়া হয়।
লায়ন ইসমাইল-ফিরোজ ফাউন্ডেশন আয়োজিত এ সংবর্ধনায় ইমনের সহপাঠি, আত্মীয় স্বজনসহ দূর দূরান্ত থেকে বিপুল সংখ্যক ক্রিকেট প্রেমী অংশগ্রহণ করেন।
এ সময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইমনকে ফুল ও ক্রেস্ট দেওয়া হয়। এর আগে এলাকার যুবক ও তরুণরা তাকে বিশাল মটর শোভাযাত্রা সহকারে সংবর্ধনাস্থলে নিয়ে আসে।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের সিরাজ বাবুলের ছেলে। দিন ভাই বোনের মধ্যে সবার ছোট ইমন।