নিষেধাজ্ঞা না মেনে সন্ধ্যা ছয়টার পর মোটরসাইকেলে ঘুরছিল তারা তিন জন। বাসা বায়েজিদ বোস্তামীর শেরশাহ এলাকায় হলেও ঘুরতে ঘুরতে এসেছিল কোতোয়ালীর দেওয়ানবাজারে। সব এলাকায় পুলিশের চোখ এড়িয়ে গেলেও ধরা পড়লো তারা কোতোয়ালী থানার জালে। আটকের পর দায়ের হল মামলা। ঠাঁই হল তাদের শ্রীঘরে।
রোববার রাতে কোতোয়ালী থানা পুলিশ এই তিন যুবককে গ্রেফতার করে। সোমবার সকালে তাদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে দণ্ডবিধির ২৬৯ ধারায় মামলা দায়ের করে।
গ্রেফতার হওয়া তিন যুবক হলে, শাহীন ইসলাম (২২), মো. ইলিয়াছ (২০) ও মো. আলভী (২০)।
বর্তমানে তিনজন চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ বাংলাবাজার গুলশান আবাসিক এলাকার বাসিন্দা।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘মোটরসাইকেল নিয়ে তারা সন্ধ্যার পর শহরের বিভিন্ন স্থানে ঘুরাঘুরি করছিল। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সন্ধ্যা ছয়টা পরে জন সাধারণের চলাচলে আরোপ করা বিধিনিষেধ অমান্য করায় এনায়েত বাজার মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।’
তিনি আরও বলেন, ‘সংক্রমণ রোগ বিস্তার করতে পারে এমন অবহেলা পূর্ণ কাজ করায় দণ্ডবিধির ২৬৯ ধারায় তাদের বিরুদ্ধে সোমবার মামলা করা হয়েছে।’