করোনাভাইরাসের কারণে কুয়েতে অবৈধ অভিবাসীদের জন্য ঘোষিত সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে দেশে ফিরেছেন ২৯৯ জন বাংলাদেশি।
বুধবার সন্ধ্যায় দুটি বিশেষ ফ্লাইট তাদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে।
বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামুরুজ্জামান জানান, সন্ধ্যা ৭টা ২০ মিনিটে জাজিরা এয়ারে ১১৯ জন ও সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে কুয়েত এয়ারে ১৮০ জন কুয়েত থেকে ঢাকায় আসেন।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে পাঠাতে ১ এপ্রিল সাধারণ ক্ষমা ঘোষণা করে কুয়েত সরকার। নানা কারণে অবৈধ হয়ে পড়া প্রায় সাড়ে ৪ হাজার বাংলাদেশি কর্মী এই সুযোগ নিচ্ছেন।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত এস এম আবুল কালাম বলেন, “সাধারণ ক্ষমার আওতায় নিবন্ধনকৃত প্রবাসীদের আমরা যত দ্রুত দেশে পাঠানো যায়, সেই চেষ্টা করছি। এসব প্রবাসী পুনরায় নতুন ভিসায় কুয়েতে আসতে পারবে।”
এর আগে ২৭ ও ২৮ এপ্রিল জাজিরা এয়ারওয়েজের দুটি বিশেষ ফ্লাইটে ২৪৬ জন কারামুক্ত প্রবাসী বাংলাদেশিকে কুয়েত থেকে দেশে পাঠানা হয়।
১৬, ১৭ , ২১ ও ২২ মে আরও এক হাজার ৮০০ প্রবাসীকে দেশে পাঠানো হবে বলে রাষ্ট্রদূত জানান।