মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামের মিরসরাই উপজেলার মো. আনোয়ারুল করিম (৪৫)।
বুধবার (২০ মে) কুয়েতের স্থানীয় ফরওয়ানিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একইদিন দুপুরে জানাজা শেষে তাকে কুয়েতে দাফন করা হয়েছে।
আনোয়ারুল হক মিরসরাই সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মান্দারবাড়িয়া গ্রামের সোলেমান কোম্পানি বাড়ির আমির হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান এমরান উদ্দিন।এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুয়েতের মিরসরাই সমিতি ও মিরসরাই জনকল্যাণ সমিতির নেতৃবৃন্দ।