অন্যান্য

কুমিল্লায় পিকনিকের বাস খাদে, নি’হত ৩

কুমিল্লার দাউদকান্দিতে পিকনিকের বাস খাদে পড়ে এক পথচারীসহ ৩ জন নি’হত হয়েছেন। আ’হত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির জিংলাতলী নামক স্থানে এ দু’র্ঘ’টনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি আবদুল্লাহ আল মামুন জানান, পিকনিক শেষ করে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী খাদিজা ভিআইপি কোচ সার্ভিসের একটি বাস সকাল সাড়ে ৭টার দিকে বেপোয়ারা গতিতে কুমিল্লার দাউদকান্দির জিংলাতলী এলাকায় এক পথচারীকে ধা’ক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।

এসময় হাইওয়ে পুলিশ ও ফা’য়ার সার্ভিসের কর্মীরা দু’র্ঘট’না কবলিত বাস ও যাত্রীদের উ’দ্ধার করেন। পরে গুরু’তর আ হতাবস্থায় ৫ জনকে উ-দ্ধার করে দাউদকান্দির গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর এক পথচারী ও ২ বাসযাত্রী মা’রা যান।

নি’হতরা হলেন, পথচারী দাউদকান্দির সহিদ মোল্লা, বাসযাত্রী ঢাকা কেরানীগঞ্জের শফিকুল ইসলাম ও মুঞ্জিগঞ্জ জেলার মো. রমজান আলী।

এ ঘটনায় দাউদকান্দি থানায় একটি মা’মলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান জানান পুলিশের এই কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *