নিয়মিত ঠান্ডা, জ্বর ও নিউমোনিয়ার রোগী দেখার দায়িত্বে থাকা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চার চিকিৎসক হোম কোয়ারেন্টাইনে আছেন। তারা আউটডোর বিভাগে দায়িত্ব পালন করছিলেন। বুধবার (১৮ মার্চ) ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ তথ্যটি নিশ্চিত করেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ খান আবুল কালাম আজাদ সময় নিউজকে বলেন, করোনা রোগীর সংস্পর্শে আসায় চার জন চিকিৎসককে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তাদের মধ্যে দুজন হাসপাতালের মেডিসিন ও অপর দুজন নেফ্রোলজি বিভাগের চিকিৎসক।
সম্প্রতি ঢামেক হাসপাতালে ৪ জন রোগীর শরীরে করোনা ভাইরাসের উপসর্গ পাওয়ায় তাদের কুয়েত মৈত্রী ও কুর্মিটোলা হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন এ চিকিৎসকরা। পরে আইইডিসিআরের পরীক্ষায় তাদের করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়। তাই এ চিকিৎসকদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।