বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শয্যার করোনা কর্ণার প্রস্তুত করা হয়েছে। করোনা মোকাবেলায় বিদেশফেরত রোগীদের হোম কেয়েরেন্টাইনে থাকার পরামর্শ দিচ্ছে হাসাপাতালের বিশেষ ডেস্ক।
মঙ্গলবার বিকেলে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, হাসপাতালের নতুন ভবনের তিনটি কেবিনের ৬টি বেড ও জেনারেল ওয়ার্ডের ৪টি বেড এজন্যে প্রস্তুত করা হয়েছে। জনসচেনতামূলক পোস্টার লিফলেট দেয়া হয়েছে হাসপাতাল প্রাঙ্গণে। এদিকে এ পর্যন্ত বিদেশ ফেরত তিনজনকে হোম কোয়েরেন্টাইনে পাঠানো হয়েছে। তাদের মধ্যে করোনার কোনো লক্ষণ না থাকলেও এটি সর্তকতামূলক বলে অভিহিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসাপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জিল্লুর রহমান জানান, আমরা ১০টি বেড নিয়ে প্রস্তুত। এছাড়া বিশেষ ডেস্ক কাজ করছে সেবা দেয়ার জন্য। এ পর্যন্ত বিদেশফেরত তিনজন নিজেদের পরীক্ষা করিয়ে নিতে এসেছেন হাসপাতালে। তাদের কেউ করোনাভাইরাস বহন করছে না। তবে সতর্কতার জন্য তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছি। খোঁজ খবর রাখছি। তারা তিনজনই ভাল আছে।