করোনা ভাইরাস প্রতিরোধ ও সংক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রশাসনের অনুমতি ছাড়া উপজেলা বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন সড়কের প্রবেশ পথ ব্যরিগেড দিয়ে বন্ধ করে দিয়েছে অতি উৎসাহী কিছু মানুষ।
এতে করে বন্ধ হয়ে পড়েছে মানুষের চলাচলের পথ।
বিপাকে পড়েছে অসুস্থ রোগীসহ সাধারণ মানুষ।
বিভিন্ন প্রয়োজনেও ঘর থেকে রাস্তা বের হয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনতে পারছে না তারা।
সরেজমিনে গিয়ে দেখা যায় রাস্তার এক পাশ থেকে অন্য পাশে বাঁশ বেধে যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা বন্ধ করে দিয়েছে কিছু অতি উৎসাহী মানুষ।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, এতে করে বেড়ে যাবে চুরি, ডাকাতি সহ অনান্য অসামাজিক কার্যকলাপ।
এতে করে কেউ অসুস্থ হলে এ্যাম্বুলেন্স করে অন্যত্র হসপিটালে গিয়ে ও সেবা প্রদান ও সম্ভব হবে না।
দূর্ঘটনায় ঘটলে ঢুকতে পারবে না ফায়ার সার্ভিসের কোন গাড়ী ও পুলিশ প্রশাসন।
রাস্তায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ।
এছাড়াও উপজেলার বিভিন্ন সড়কে দেখা যায় রাস্তার মোড়ে মোড়ে লাঠি হাতে নিয়ে কাউকে প্রবেশ করতে ও বাহির হতে দিচ্ছেন না কতিপয় কিছু লোক।
প্রশাসনের সু দৃষ্টি চান সাধারণ মানুষ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসান জানান, প্রশাসন ব্যতিত অন্য কেউ রাস্তা বন্ধ করতে পারবেন না।
প্রয়োজনে ইউনিয়ন পরিষদ গ্রাম পুলিশ দিয়ে চেকপোস্ট বসাতে পারে যা অপ্রয়োজনীয় চলাচল নিয়ন্ত্রণ করবে। কিন্তু রাস্তা বন্ধ করা যাবেনা।
কেউ চলাচলের রাস্তা বন্ধ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।