অন্যান্য

করোনা আক্রান্ত ২০ দেশকে বিনামূল্যে ‘এভিগান’ দেবে জাপান

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পরীক্ষামূলকভাবে ২০টি দেশকে বিনামূল্যে ‘এভিগান’ ওষুধ পাঠাবে জাপান। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তশিমিসু মোতেগি এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন।

২০ দেশের মধ্যে রয়েছে, বুলগেরিয়া, চেক রিপাবলিক, ইন্দোনেশিয়া, মায়ানমার, ইরান, সৌদি আরব ও তুরস্ক। দেশগুলিতে করোনার ভ্যাকসিন তৈরির ক্লিনিক্যাল টেস্ট চলছে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি জানান, প্রাথমিকভাবে ২০টি দেশকে পাঠানো হলেও, আরও ৩০টি দেশ এই ওষুধ নেয়ার আগ্রহ দেখিয়েছে। সরকার বিষয়টি ভাবনাচিন্তার মধ্যে রেখেছে বলে জানিয়েছেন তিনি।

জাপানের ফুজিফিল্ম তয়োমা ফার্মাসিউটিক্যালের এন্টিভাইরাল ড্রাগ হিসেবে পরিচিত ‘এভিগান’। ২০১৪ সাল থেকে ইনফ্লুয়েঞ্জার চিকিৎসায় জাপানে এই ওষুধ ব্যবহার হয়ে আসছে। সম্প্রতি চীন সরকার দাবি করে, এই ওষুধ ‘কোভিড-১৯’ প্রতিরোধে ভাল কাজ দিয়েছে। এরপরই বিশ্বে ওষুধটি নিয়ে তোলপাড় শুরু হয়।- খবর জাপান টাইমস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *