চট্টগ্রামের কর্ণফুলীতে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী মা, রা গেছেন। আজ সোমবার (১১ এপ্রিল) সন্ধ্যায় সাড়ে ৭টায় তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মা, রা যান। করোনায় মা, রা যাওয়া ওই রোগী হলেন উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামের কর্ণফুলী ডকইয়ার্ডের সংলগ্ন বাড়ির বাসিন্দা আমেনা বেগম। ৬৫ বয়সী ওই নারীর শরীরে গত ২৭ এপ্রিল করোনা শনাক্ত হওয়ার পর ২৮ এপ্রিল ভোর থেকে তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
জানতে চাইলে বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব বলেন, করোনা নিয়ে ২৮ এপ্রিল ভোর তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার তাঁকে আইসিইউ সার্পোট দেয়া হয়। অবস্থার উন্নতি হলে তাকে আইসোলেশনে রাখা হয়। কিন্তু ফুসফুসের ক্যান্সার ও ডায়াবেটিকসসহ নানা রোগ থাকায় শেষ পর্যন্ত তাঁকে মৃ, ত্যু কাছে হার মানতে হয়েছে।