মহামারি করোনা ভাইরাস প্রাদুর্ভাবে সরকারি নির্দেশনা অনুযায়ী ঘরে থাকায় কর্মহীন অসহায় মানুষের খোঁজখবর নিতে গ্রামাঞ্চলে ঘুরে বেড়ালেন ফেনী সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। আজ বুধবার নিজ সংসদীয় আসনের ধলিয়া ইউনিয়নের অলিপুর গ্রাম, ধলিয়া গ্রাম, মমতাজ মিয়ারহাট সহ আশেপাশের এলাকা ও লেমুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে সাধারন মানুষের সাথে কথা বলেন।
এসময় নিজাম হাজারী এলাকার মানুষদের ডেকে কথা বলেন। জানতে চান এলাকায় কোন সমস্যা আছে কিনা? প্রত্যেক এলাকায় জনপ্রতিনিধি ও দলীয় দায়িত্বশীল নেতারা সঠিকভাবে ত্রান সামগ্রী বিতরন করছেন কিনা, কেউ কোন রকম অনিয়ম করছেন কিনা। সাধারণ মানুষও এগিয়ে এসে কথা বলেন নির্ধদ্বায়।
নিজাম হাজারী সবাইকে বর্তমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সতর্কভাবে চলার পরামর্শ দেন। তিনি বলেন আপনার গত ১ মাস ঘরে ছিলেন, দয়া করে আর কিছুদিন কষ্ট করে ঘরে থাকেন। সবাই যদি সচেতন হোন আল্লাহর রহমতে অল্প কিছুদিনের মধ্যে এই মহামারী থেকে আমরা মুক্তি পাবো।