নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আরও ২ প্রবাসী বাংলাদেশি মা, রা গেছেন। মৃ, তরা হলেন- সৈয়দ রশিদ মুন্না (৪৪) ও গৌরাঙ্গ বিশ্বাস (৪০)। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মারা যাওয়া বাংলাদেশির সংখ্যা দাঁড়ালো ২২২।
বুধবার (১৩ মে) তারা মারা যান বলে ‘‘বাংলাদেশ সোসাইটির’ ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুর রহিম বলেন, ‘ওজনপার্কের ফরবেল স্টিটের বাসিন্দা সৈয়দ রশিদ মুন্না (৪৪) জ্যামাইকা হাসপাতালে মারা গেছেন। তার বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কালিনজেরা গ্রামে। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে আছে।’
‘‘মা, রা যাওয়া অপর বাংলাদেশি গৌরাঙ্গ বিশ্বাস (৪০) লং আইল্যান্ড জুইশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি জন এফ কেনেডি এয়ারপোর্টের কাছে একটি হোটেলের কর্মচারি ছিলেন।’’