করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালির মিলানে এক বাংলাদেশি মারা গেছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে মিলানোর সান পাওলো হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
তার নাম মজিবুর রহমান মজু (৪৬)। তার দেশের বাড়ি কুমিল্লা জেলায়।
জানা গেছে, তিনি করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন মিলানোর হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। মৃত্যুর সঙ্গে দীর্ঘদিন লড়ে অবশেষে বৃহস্পতিবার না ফেরার দেশে চলে যান। তিনি দীর্ঘদিন মিলানোতে বসবাস করে আসছিলেন।
ইতালিতে এ নিয়ে তিন বাংলাদেশি প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এর আগে আরও দুজন মারা গেছেন করোনায়। ভয়াবহ এই মহামারীতে আক্রান্ত হয়েছেন আরও চার বাংলাদেশি। এর মধ্যে সোহেল নামে একজন মোটামুটি সুস্থ হয়ে বাসায় হোম কোয়ারান্টাইনে আছেন ডাক্তারের পরামর্শে।
এদিকে ইতালিতে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ফলে বাংলাদেশিসহ স্থানীয়দের উৎকন্ঠা বেড়েই চলেছে। বৃহস্পতিবার দেশটিতে আরও ৭৬০ জন মারা গেছে। এ নিয়ে ইতালিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৯১৫ জনে। মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ১৫ হাজার ২৪৫।