অন্যান্য

করোনাভাইরাস পরীক্ষার কিট হস্তান্তর করল গণস্বাস্থ্য কেন্দ্র

করোনাভাইরাস পরীক্ষা করতে সরকারের কাছে কিট হস্তান্তর করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। জিআর কোভিড-১৯ ডট ব্লোট প্রকল্পের আওতায় এটি উদ্ধাবন করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকালে ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের গেরিলা কমান্ডার মেজর এ টি এম হায়দার বীর বিক্রম মিলনায়তনে নমুনা হস্তান্তর অনুষ্ঠিত হয়।

নমুনা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জিআর কোভিড-১৯ ডট ব্লোট প্রকল্পের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শিল, কো-অর্ডিনেটর ডা. মুহিব উল্লাহ খোন্দকারসহ অন্য বিজ্ঞানীরা।

চূড়ান্ত অনুমতির জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই স্যাম্পল হস্তান্তর করল গণস্বাস্থ্য কেন্দ্র। জিআর কোভিড-১৯ ডট ব্লোট প্রকল্পের আওতায় উদ্ভাবিত কোভিড-১৯ টেস্ট পদ্ধতির এ স্যাম্পল বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং মার্কিন গবেষণা প্রতিষ্ঠান সিডিসি’কেও দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।

সব জল্পনা-কল্পনা শেষে গত ৫ এপ্রিল চীন থেকে রিএজেন্ট আসার পর গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানীরা জিআর কোভিড-১৯ ডট ব্লোটের স্যাম্পল তৈরির কাজ শুরু করেন। ড. বিজন কুমার শীলের নেতৃত্বে একদল বিজ্ঞানী দিন/রাত সেখানে কাজ করছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম ধাপে চীন থেকে আসা রিএজেন্ট দিয়ে ১০ হাজার স্যাম্পল তৈরির কাজ শেষ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় স্যাম্পলগুলো সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং মার্কিন গবেষণা প্রতিষ্ঠা সিডিসি, বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল আইসিডিডিআরবিসহ দশটি প্রতিষ্ঠানের হাতে স্যাম্পল তুলে দেন গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *