চট্টগ্রামে নতুন করে কোনো কভিড-১৯ রোগী শনাক্ত হয়নি বলে জানিয়ে জেলার সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী মিয়া বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজে (বিআইটিআইডি) ৩৪ জনের নমুনা পরীক্ষা করে সবার রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে।
শনিবার সন্ধ্যায় তিনি এসব তথ্য জানান।
তিনি আরো বলেন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এখন ভর্তি আছেন মোট পাঁচ জন। এ পর্যন্ত চট্টগ্রামে মোট ১২১ জনের নমুনা পরীক্ষা হয়েছে, তাদের মধ্যে কেবল একজনের পজেটিভ এসেছে ।
উল্লেখ্য, গত ২৪ মার্চ কক্সবাজারে প্রথম করোনভাইরাস সংক্রামিত রোগী শনাক্তের তথ্য জানান সেখানকার জেলা প্রশাসক। ওই রোগী ছিলেন ষাটোর্ধ্ব এক নারী।এরপর আর শুক্রবার চট্টগ্রামে এক জন করোনভাইরাস সংক্রামিত রোগীর তথ্য পাওয়া যায়।