ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সাতটি গুরুত্বপূর্ণ দোদুল্যমান (সুইং স্টেট) অঙ্গরাজ্যের মধ্যে তিনটিতে (নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া এবং পেনসিলভানিয়া) জিতেছেন বলে প্রাথমিকভাবে বলা হচ্ছে। এতে করে তিনি হোয়াইট হাউজ পুনরায় দখলে নেয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন। আরও কিছু গুরুত্বপূর্ণ রাজ্যেও তার জয়ের সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
তবে চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে কিছুটা সময় লাগতে পারে, কারণ প্রতিটি রাজ্যের ফলাফল আলাদাভাবে ঘোষণা করা হয়। সংবাদমাধ্যম বিবিসিসহ বিশ্বের শীর্ষ সব গণমাধ্যম এই ফলের নিয়মিত আপডেট দিয়ে যাচ্ছে। এতে বোঝা যায় যে ডোনাল্ড ট্রাম্পের জন্য নির্বাচনে বিজয়ের সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হয়ে উঠেছে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার অপেক্ষা মাত্র। খবর বিবিসির।
একাধিক প্রেসিডেন্ট নির্বাচনে ফল ভোটের রাতেই (৫ নভেম্বর মধ্যরাতে) বা ৬ নভেম্বর সকালে নির্ধারিত হলেও এবার নির্বাচনে অনেকগুলো রাজ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ায় ফল দ্রুত ঘোষণা কঠিন হবে বলে আশঙ্কা করা হয়েছিল।
তবে বেশ কয়েকটি ব্যাটেলগ্রাউন্ড রাজ্যের ফলাফল দ্রুত পাওয়া যাওয়ায় পুনরায় ভোট গণনার দাবি নাও উঠতে পারে। যা ট্রাম্প বা হ্যারিসকে বিজয়ী হিসেবে প্রজেক্ট করতে সহায়ক হয়েছে। বিস্তারিত এবং চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে আরও কয়েক দিন বা সপ্তাহও লাগতে পারে।
ট্রাম্প কি জয় পেয়েছেন: ৬০তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় সব অঙ্গরাজ্যের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন ভোট গণনাও শেষ পর্যায়ে। ইতোমধ্যে অধিকাংশ অঙ্গরাজ্য থেকে ফলাফল আসাও শেষ। এখন পর্যন্ত ঘোষিত ফলাফলে প্রেসিডেন্ট হিসেবে জয়ের দ্বারপ্রান্তে আছেন রিপাবলিকান প্রার্থী ও দেশটির ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার জয় পেলে তিনি হতে যাচ্ছেন দেশটির ৪৭তম প্রেসিডেন্ট।
বিবিসির খবর অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হয়েছে এমন অঙ্গরাজ্যগুলোয় ইলেকটোরাল কলেজ ভোটের ক্ষেত্রে ট্রাম্প ২৬৬টি এবং কমলা হ্যারিস ২১৯টি পেয়েছেন। যুক্তরাষ্ট্রে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রার্থীকে ম্যাজিক ফিগার ২৭০ পেতে হয়।