কক্সবাজারে ১৭৬ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাড়াল ১১১ জনে। কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার শনাক্তকৃতদের মধ্যে পেকুয়ার ৪ জন, চকরিয়ার ৪ জন, টেকনাফের একজন রয়েছেন। এছাড়া বাকি পাঁচজন চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার।
এ নিয়ে কক্সবাজার জেলায় মঙ্গলবার পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১১১ জন। এর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ২৪ জন, চকরিয়া উপজেলায় ৩৫ জন, পেকুয়া উপজেলায় ২০ জন, মহেশখালী উপজেলায় ১২ জন, উখিয়া উপজেলায় ৯ জন, টেকনাফ উপজেলায় ৭ জন ও রামু উপজেলায় ৪ জন। তবে একমাত্র কুতুবদিয়া উপজেলায় এখনো কোন করোনা রোগী শনাক্ত হয়নি। এর মধ্যে মোট ২৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।