অন্যান্য

কক্সবাজারের পেকুয়ায় মেহেদীর রঙ শুকানোর আগেই ডাকাতে’র গু’লিতে প্রবাসী নি’হত

কক্সবাজারের পেকুয়ায় ডাকা’তের গু’লিতে নুরুন্নবী নামের ২৮ বছর বয়সী এক মালয়েশিয়া প্রবাসী নি’হত হয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৮টায় শীলখালী ইউনিয়নের সাপেরগারা এলাকায় এ ঘটনা ঘটে। নি’হত নুরুন্নবী ওই এলাকার হাসান শরীফের ছেলে। এতে গু’লিবি’দ্ধ হয়েছে আরও দুইজন। তারা হলেন নুরুন্নবীর মা হাজেরা খাতুন (৮০) ও ছোটভাই মোজাম্মেল (২২)।

জানা গেছে, ১০-১২ জনের একটি ডাকা’তদল হাসান শরীফের বাড়িতে ঢুকে। এ সময় ডাকা’তদের সঙ্গে হাসান শরীফের পরিবারের সদস্যদের হাতাহাতি হয়। এক পর্যায়ে তারা নুরুন্নবীকে লক্ষ্য করে গু’লি ছোড়ে। এতে ঘটনাস্থলে নুরুন্নবী নি’হত হয় এবং তার মা ও ছোটভাই গু’লিবিদ্ধ হন।

নি’হতে’র ভাইপো দেলোয়ার হোসেন বলেন, ‘মাস খানেক আগে আমার চাচা নুরুন্নবী মালয়েশিয়া থেকে দেশে আসেন। গত রোববার তার বিয়ে হয়। মঙ্গলবার দুপুরে চাচার শশুরবাড়ি থেকে ৫ জন অতিথি বেড়াতে আসেন।’

নুরুন্নবীর বড়ভাই ফরিদুল আলম বলেন, ‘সন্ধ্যায় মেহমানদের বিদায় দিয়ে আমি ঘরে ফিরছিলাম। সেসময় মুখোশ পরিহিত বেশ কয়েকজন যুবক আমাকে পেছন থেকে ঝাপটে ধরে। হাত-পা বেঁধে তারা আমাকে মা’রধর করে মাটিতে ফেলে রাখে। তারা বাড়িতে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ডা’কাতের দলটি রান্নাঘরের দরজা ভেঙে বাড়িতে ঢুকে পড়ে। এ সময় তাদের প্র’তি’হত করতে চাইলে এলোপাতাড়ি গু’লি ছুড়ে ডা’কাতরা। এতে আমার ভাই নুরুন নবী গু’লিবি’দ্ধ হয়ে ঘটনাস্থলে মা’রা যায়।’

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজম বলেন, ‘ডাকা’ত দলের সদস্যদের গ্রে’প্তারে অভিযান চালানো হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *