ওমানে সড়ক দুর্ঘ’টনায় পটিয়ার মো. কুতুব উদ্দিন চৌধুরী মিন্টু (৩৮) নি’হত হয়েছেন। তিনি উপজেলার আশিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মল্লাপাড়ার কামাল উদ্দিন চৌধুরীর ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার (২ এপ্রিল) ওমানের সময় বিকাল ৫টার দিকে অফিস থেকে বন্ধুদের সঙ্গে বাইসাইকেলে বাসায় ফিরছিল কুতুব। পথিমধ্যে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী প্রাইভেট কারের চাপায় ঘটনাস্থলে প্রাণ হারান তিনি।
নি’হতের ছোটভাই সোহাইব উদ্দিন চৌধুরী আরিফ বলেন, করোনা পরিস্থিতির কারণে ওমানে এখন জরুরি অবস্থা চলছে। সেজন্য আমার ভাইকে সাইকেলে করে অফিসে যেতে হতো।অফিস থেকে বাসায় আসার পথে বড়ভাই সড়ক দুর্ঘ’ট’নায় নি’হত হয়েছেন। তিনি ১০ বছর ধরে ওমানে অবস্থান করছেন। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।