ওমানে সড়ক দু’র্ঘট’নায় চার বাংলাদেশি শ্রমিকের নি’হ’ত হয়েছেন। গু’রু’তর আ’হত আরও এক বাংলাদেশি।
গাড়ির চালক ছিলেন ওমানি এক নারী। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আদম হাসপাতালের মর্গে নিয়ে যায়। আ’হ’ত ব্যক্তিকে নেজুয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
গতকাল রোববার স্থানীয় সময় বিকেল ৫টায় রাজধানী মাস্কাট থেকে ৩০০ কিলোমিটার দূরে আদম নামক এলাকায় প্রাইভেটকার চাপায় এ হ’তাহতের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছে ওমানের বাংলাদেশ দূতাবাস।
নি’হ’ত চারজনের মধ্যে দুজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তেলিবিল ইউনিয়নের শহিদ আলীর ছেলে সবুর আলী ও একই উপজেলার হাজিপুর ইউনিয়নের বাইলেরপাড় গ্রামের মুসলেম আলীর ছেলে মো. লিয়াকত আলী।
নি’হ’ত অপর দুই বাংলাদেশির পরিচয় এখনও জানা যায়নি। এছাড়া আ’হ’ত ব্যক্তির চট্টগ্রামের রাউজানের বলে জানা গেছে।
দূতাবাস সূত্র জানায়, কাজ শেষে একটি বাইপাস সড়ক ধরে একসঙ্গে বাইসাইকেল চালিয়ে ফেরার পথে আদম আল বুসাঈদি নামক স্থানে পেছন থেকে দ্রুতগামী একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই চারজন নি’হ’ত হন।
দূতাবাসের সচিব আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম সোমবার সকালে ঘটনাস্থলে যায়।