চিত্রনায়ক জায়েদ খান ও ওমর সানী ইস্যুতে চিত্রনায়িকা মৌসুমী রীতিমতো বোমা ফাটালেন। গত রোববার জায়েদ খানের বিরুদ্ধে ওমর সানী অভিযোগ আনেন মৌসুমীকে হয়রানি করা ও সংসার ভাঙার চেষ্টা করার। এ ঘটনায় ওমর সানী শিল্পী সমিতি বরাবর অভিযোগ করেন। সেই ঘটনার ২৪ ঘন্টা পার না হতেই মৌসুমী জানালেন, জায়েদ অনেক ভালো ছেলে। তাকে জায়েদ খান কোনো অসম্মানই ও সংসার ভাঙার চেষ্টা করেননি।





গণমাধ্যমকে মৌসুমী বলেন, আমার প্রসঙ্গটা টানার কোনো প্রয়োজন ছিল না বলে আমি মনে করি। আমি জায়েদকে অনেক ভালো ভদ্র জানি ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে খুবই ভালো একটা সম্পর্ক
যতটুকু কাজ করার জন্য দরকার। সেখানে আমাকে জায়েদ অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না। আর এমন কিছুই আমি দেখিনি, ওর কারণে কোন এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। তারপর ও বলব, জায়েদ অনেক ভালো ছেলে। সে কখনই আমাকে অসম্মান করেনি।’





মৌসুমী বলেন, এটা কেন হচ্ছে আমার মাথায় আসছেনা,
‘কেন এই প্রশ্নটা বারবার আসছে, সে আমাকে বিরক্ত করছে-উত্ত্যক্ত করছে। যদিও একান্ত আমাদের ব্যক্তিগত সমস্যা এটা। আমাদের পারিবারিকভাবেই এই সমস্যা সমাধান করা দরকার ছিল।’
এই নায়িকা বলেন, ‘আমি মনে হচ্ছে, এখানে জায়েদের খুব একটা দোষ নেই। আরেকটা কথা বলতে চাই, ওমর সানী কেন এত আনন্দ পাচ্ছেন- সেটা আমি বুঝতে পারছি না, আমাকে ছোট করার মধ্যে আমাদের… যাকে আমরা অনেক শ্রদ্ধা করে আসছি সেই। সেটিই আমি আশা করব, আমার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে সমাধান করবে।’





যদিও এর আগেই জায়েদ খান মৌসুমীকে ডিস্টার্বের অভিযোগ অস্বীকার করেছেন গণমাধ্যমের কাছে। জায়েদ বলেন, মৌসুমী আপার সঙ্গে কথা বললেই বিষয়টি পরিষ্কার হবে। তার ভাষ্যে— সিনেমা-শুটিং নিয়ে মৌসুমীর সঙ্গে প্রায়শই কথা হয় তার। সেটা ডিস্টার্বের মতো কিছু নয়।
সে সময় জায়েদ খান বলেছিলেন, এটা একদম ভুয়া কথা। ‘আমি কখনই তাকে (মৌসুমী) হেয়প্রতিপন্ন করিনি। এই তো ডিপজল ভাইসহ মৌসুমী আপা মিলে মিটিং করেছি ১৫-২০ দিন আগেও। সেখানে আমাদের কথাও হয়েছে। মিটিংয়ে আমাদের একসঙ্গে থাকার কথা নয় যদি সম্পর্ক খারাপ হতো।





এ ছাড়া আমাদের মাঝেমধ্যেই কথা হয় সিনেমার শুটিংসহ বিভিন্ন বিষয় নিয়ে। এ ব্যাপারে মৌসুমী আপার সঙ্গে কথা বললেই সব জানতে পারবেন।’