অসুস্থ মাকে বাড়িতে নিতে এসে বাস চাপায় নি’হত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একাউন্টিং বিভাগের ছাত্র সুজন (২০)। সুজন কুমিল্লার বুড়িচং উপজেলার রুপদ্দি গ্রামের মৃত রহমত আলীর ছেলে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা বাঙলা গার্টেন রেস্তোরাঁর সামনে এ দু’র্ঘ’টনা ঘটে। দু’র্ঘ’টনায় ১৫ বাসযাত্রীসহ অটোতে থাকা চালক, নি’হত সুজনের মা ও ভাবি আ’হত হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন জাহেদা বেগম (৬৫)।শুক্রবার বাস থেকে নামার পর মাকে নিয়ে অটোরিকশা যোগে বাড়ির উদ্দেশে রওনা হন সুজন। সাথে ছিলো ভাবি রুবি আক্তার (৩৫)। মহাসড়ক অতিক্রমকালে ঢাকাগামী এনা পরিবহনের (ঢাকা মেট্টো-ব ১৪৯৩৬২) একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়।
অটোরিকশাটিকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায় বাসটি, এতে ঘটনাস্থলে নি’হত হয় সুজন।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি আলমগীর হোসেন জানান, একজন নি’হতের খবর পেয়েছি। পুলিশ পৌঁছার আগে নি’হ’তের ম’রদেহ নিয়ে যায় স্বজনরা। দু’র্ঘ’টনা কবলিত বাসটিকে উ’দ্ধার করে থানায় আনা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে।