প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়া একমাত্র ব্যক্তি সুস্থ হয়ে উঠায় খাগড়াছড়ি জেলা এখন করোনামুক্ত। আক্রান্ত ব্যক্তির নমুনা টানা তৃতীয়বার নেগেটিভ এসেছে এবং তার সংস্পর্শে থাকা আরও ১৪ জনের নমুনা পরীক্ষার ফলও নেগেটিভ এসেছে।
জেলা সিভিল সার্জন নুপুর কান্তি দাশ শুক্রবার (০৮ মে) রাতে জানান, খাগড়াছড়ি জেলা এখন করোনা মুক্ত বলা যায়। দীঘিনালা কামাক্কাছড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ও আইসোলেশনে থাকা ব্যক্তি বাড়িতে যাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র দেয়া হয়েছে।
সিভিল সার্জন আরও জানান, জেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা ২ হাজার ১০২ জনের মধ্যে এখন কোয়ারেন্টাইনে রয়েছেন মাত্র ২১ জন। বাকিরা সবাই বাড়িতে চলে গেছেন। এছাড়া হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১২৪ জন।
উল্লেখ্য, গার্মেন্টসের এক কর্মী গত ১৮ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে খাগড়াছড়ির দীঘিনালায় আসেন। সেখানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তার প্রথম করোনাভাইরাস পরীক্ষার নমুনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর গত ৫ ও ৮ মে দ্বিতীয় এবং তৃতীয় নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসলে তাকে ছাড়পত্র দেয়া হয়।