উদ্বোধনের পরদিনই প্রথম আসামি পেল পদ্মা সেতু দক্ষিণ থানা।
পদ্মা সেতু থানা উদ্বোধনের পরদিনই প্রথম আসামি পেল পদ্মা সেতু দক্ষিণ থানা। পদ্মা সেতু উদ্বোধনের চার দিন আগে সৃষ্ট হয় দুটি থানা – পদ্মা সেতু উত্তর থানা (মুন্সীগঞ্জের লৌহজং) এবং পদ্মা সেতু দক্ষিণ থানা (শরীয়তপুর)।





আটক আসামি মূলত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন পলাতক কয়েদি। তার নাম – আবু বক্কর সিদ্দিক (৩৭)। সাতক্ষীরার শ্যামনগর থানার চণ্ডিপুর এলাকার মৃত কেছের আলীর ছেলে।
শরীয়তপুর পদ্মা সেতু দক্ষিণ থানাধীন নাওডোবা মিনাকান্দি থেকে বুধবার (২২ জুন) তাকে গ্রেপ্তার করা হয়।
শরীয়তপুর পদ্মা সেতুর দক্ষিণ থানার ওসি শেখ মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।





তিনি জানান, বুধবার বেলা ১২টার দিকে আবু বক্কর সিদ্দিক শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানাধীন নাওডোবা এলাকায় ঘোরাফেরা করছিল। তার চলাফেরা সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে কাশিমপুর কারাগার থেকে পালিয়ে আসার বিষয়টি জানায়।
তিনি আরও জানান, আবু বক্কর সিদ্দিক হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দী ছিলেন।





২০২০ সালের ৬ আগস্ট মই বেয়ে কারাগার থেকে পালিয়ে গিয়েছিলেন তিনি।