অন্যান্য

ইস*রায়েলি আগ্রাসনে দিশেহারা পশ্চিম তীরের ফিলি*স্তিনিরা

ইস*রায়েলি আগ্রাসনে দিশেহারা পশ্চিম তীরের ফিলিস্তিনিরা দখলকৃত পশ্চিম তীরে ইস*রায়েলি আগ্রাসনে দিশেহারা পশ্চিম তীরের ফিলিস্তিনিরা। তুলকারেমে শরণার্থী শিবিরে ইস*রায়েলি প্রতিরক্ষা বাহিনীর গু*লিতে প্রাণ হারিয়েছে দুই ফিলিস্তিনি।

রোববার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পের চারদিক থেকে ঘিরে ফেলে সেনারা। বাড়ি বাড়ি ঢুকে চালায় তল্লাশি। জেনিনের পশ্চিমে কাবাতিয়া শহরেও সাঁড়াশি অভিযান চালায় ইস*রায়েলি বাহিনী। ঘরবাড়ি ও গাড়ি ভাঙচুর করে সেনারা। ফিলি*স্তিনিরা প্রতিরোধের চেষ্টা করলে বাধে সংঘ*র্ষ। এরপর বেশ কয়েকজন ফিলি*স্তিনিকে আটক করে আই*ডিএফ।

এছাড়াও রামাল্লা, বেথলেহেম, হেবরনের একাধিক এলাকায়ও তল্লাশির নামে হাম*লা চালায় ইস*রায়েলি বাহিনী। পূর্ব জেরুজালেমে শুয়াফাত ক্যাম্পে অভিযানে অংশ নেয় ইস*রায়েলি সেনারা। সে সময় ফিলি*স্তিনিদের মা*রধর ও ধরপাকড় চালানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *