চারদিন আগে ইতালি থেকে আসা ৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রোববার (৮ মার্চ) তারা দেশে ফিরেন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, এই ৭ জনের মধ্যে কয়েকজন নিজ থেকে যোগাযোগ করেছেন। তাদেরকে নিজ বাসায় (হোম) কোয়ারেন্টাইনে থাকার জন্য বলেছি। তাদের অন্তত ১৫দিন থাকার জন্য বলা হয়েছে।-বাংলানিউজ
তিনি বলেন, ইতালি ফেরত এই ৭ জনের ফোন নম্বর রাখা হয়েছে। তাদের ফোন নম্বর সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে দেয়া হয়েছে। তারা তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।
দেশে নতুন করে কারও শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। এছাড়া আগের যে তিনজন এ ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন মঙ্গলবার (১০ মার্চ) তাদের পুনঃপরীক্ষা করে ফল নেগেটিভ পাওয়া গেছে।