আল আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক প্রবাসীর মৃ, ত্যু হয়েছে। তার নাম মো. নেজাম (৩২)। তিনি চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী শেখপাড়া দারোগার বাড়ির ছেলে। আজ শুক্রবার (১৫ মে) দুপুরে পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন মরহুমের পরিবারের মাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মো. নেজাম ক, রোনা আক্রান্ত হয়ে আল আরবের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে শুক্রবার স্থানীয় সময় দিবাগত রাত একটার দিকে (বাংলাদেশ সময় রাত ৩টার দিকে) তিনি মৃ, ত্যুবরণ করেন।’
প্রতিবেশীরা জানান, গত ১৫ দিন আগে নেজাম ক, রোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এদিকে, নেজামের মৃ, ত্যুর খবরে এলাকায় স্বজন, বন্ধু ও পরিচিত মহলে শো, কের ছায়া নেমে এসেছে।