নিয়মিত দায়িত্ব পালন শেষে ফেরার পথে খাগড়াছড়িতে জিপ খাদে পড়ে আ’হত হলেন ১৭ পুলিশ সদস্য। আহ’তদের খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে আলুটিলা এলাকায় ঘটনাটি ঘটেছে। আলুটিলায় নিরাপত্তা টহল দিয়ে ফেরার পথে চালক নিয়ন্ত্রণ হারালে পুলিশ সদস্যদের বহনকারী সাজেক পরিবহন উল্টে যায়।
আ’হত পুলিশ সদস্যদের মধ্যে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
আ’হতদের মধ্যে ১১ জন খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন। এদের মধ্যে দুজনের পা ভেঙ্গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খাগড়াছড়ির সদর থানার ওসি আব্দুর রশিদ।
আ’হত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে ছুটে আসেন পুলিশ সুপার আব্দুল আজিজ। হাসপাতালে এসে গুরুতর আ’হত পুলিশ সদস্যদের চট্টগ্রাম পাঠানোর ব্যবস্থা করেন তিনি।