বিনোদন

আমাকে মারতে কালোজাদু করা হচ্ছে: অভিনেত্রী তনুশ্রী দত্তা

একসময়ের জনপ্রিয় বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্তা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তনুশ্রী বিতর্কিত মন্তব্য করেছেন বলিউড নিয়ে। তাঁকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। এই অভিনেত্রী অভিযোগ এনেছেন তাকে প্রাণে মারতে কালোজাদুও করা হয়েছে। সামনে এনেছেন তাঁর সঙ্গে ঘটে যাওয়া বেশকিছু ঘটনা। যেকারণে সন্দেহ আরও গভীর হয়ে বলে দাবি করেছেন অভিনেত্রী।

তনুশ্রীর বলেন, ‘আমি ভেঙেছি, মচকেছি, কিন্তু শেষ হয়ে যাইনি। ‘২০১৮ সালের আগে পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। ২০২০ সেপ্টেম্বরে যখন দেশে ফিরলাম, তখন বেশকিছু ছবিতেও সই করি। সব ঠিকঠাকই এগোচ্ছিল। সমস্যার সূত্রপাত ২০২১-এর এপ্রিল থেকে। আমার কাজ, মানসিক শান্তি, শরীর সবকিছু শেষ করে দেওয়ার জন্য চক্রান্ত শুরু হলো। নাম বলতে চাই না, তবে আমার কিছু বন্ধু, পরিচিতরাই এর সঙ্গে যুক্ত। বুঝতে পেরেছি, কারণ আমার করা কিছু ওয়াটসআপ চ্যাটই গ্রুপে গ্রুপে ফরওয়ার্ড করে দেওয়া হচ্ছিল। কিছু অপরাধ জগতের লোকজনকে আমার বিরুদ্ধে কাজে লাগানো হচ্ছিল। ‘

অভিনেত্রী জানিয়েছেন, তিনি যখন ভারতের উজ্জয়িনীতে গিয়েছিলেন তখন সেখানে এক সাধু তাঁকে অনেক কথা বলেছিলেন। তনুশ্রী বলেন, ওই সাধু আমায় জানান, মহারাষ্ট্রের একটি জায়গায় আমাকে মারতে কালোজাদু করা হচ্ছে। তখন খুব ঠিকভাবে বুঝতে পারিনি, তবে কিছু একটা যে চলছে সেটা বুঝে ছিলাম। আর এরপরই উজ্জয়িনীতে ব্রেকফেল হয়ে দুর্ঘটনা ঘটল। খাবারে বিষ মিশিয়ে দেওয়ার মতো ষড়যন্ত্র হয়। ‘

অভিনেত্রীর কথায়, বলিউডের অন্ধকার দিন চলছে, তবে তিনি আশাবাদী এই অন্ধকার একদিন সরে যাবে। এর আগে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রকারী হিসাবে কয়েকজনের নাম উল্লেখ করেছেন তনুশ্রী দত্ত। তাঁর অভিযোগের তালিকায় ছিল গণেশ আচার্য, বিবেক অগ্নিহোত্রীর নাম।

Selahaddin
HACKED BY ZYN3V4N / AYYILDIZ TİM TÜRKLERLE DOST OL DÜŞMAN OLMA!
https://t.me/pump_upp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *