আবারও অভিনয়ে ফিরলো এক সময়ের জনপ্রিয় ও হিট নায়িকা মুনমুন। অতীতের কুইন নায়িকা হিসেবেও পরিচিত ছিল মুনমুন। এক সময় মুনমুন মানেই ছিল সিনেমা ভর্তি ও ব্যবসা সফল ছবি। কিন্তু দীর্ঘদিন সিনেমার বাহিরে ছিল এক সময়ের জনপ্রিয় এই নায়িকা। এরপর দীর্ঘ দিন চেষ্টা করেও অভিনয়ে ফিরতে পারেনি তিনি। এরপর বিভিন্ন যাত্রা এবং লোকাল প্রোগ্রামে ব্যস্ত ছিল এই নায়িকা। কিন্তু হঠাৎ করে অভিনয়ে ফিরলো এই কুইন খ্যাত নায়িকা।





সম্প্রতি তিনি মিজানুর রহমান পরিচালিত রাগি সিনেমায় অভিনয় করেন। এতে আরও অভিনয় করেন খালেদা আক্তার কল্পনা, মারুফ, সনি রহমান, কাজী হায়াৎ প্রমুখ। তবে এই সিনেমায় খলঅভিনেত্রী হিসেবে আসছেন মুনমুন। তবে বিপত্তি বাঁধে এই ছবির পোস্টার নিয়ে। ছবির পোস্টার প্রকাশ করা হলে তুমুল সমালোচনা শুরু হয় নেট দুনিয়ায়। এই মুভির পোস্টার তামিল মুভি হনুমান এর পোস্টারের হুবহু কপি বলে জানান দর্শক মহল। অনেকে বলেন, দক্ষিণ ভারতীয় পরিচালক প্রশান্ত ভার্মার ‘হনুমান’ সিনেমার হুবহু কপি মুনমুন অভিনীত এই রাগী ছায়াছবি।





‘রাগী’ সিনেমার পোস্টারের সঙ্গে তামিল মুভি হনুমান এর পোস্টারে সবই একই। ‘হনুমান’ সিনেমার নায়িকা বারালক্ষ্মী সরথকুমারের মুখাবয়ব ও হাতে ডাবের ছড়ি ছাড়া বাকি সব হুবহু মিল রয়েছে।
এই পোস্টার সম্পর্কে নায়িকা মুনমুন বলেন, আগে ছবিটি দেখুন, তারপর সমালোচনা করুন। আর আলোচনা সমালোচনা না করলে তো হটলাইনে আসা যায়না।
রাগী ছায়াছবির পরিচালক মিজানুর রহমান বলেন, আমরা একজন ফটোশপারকে দায়িত্ব দিয়েছি পোস্টার ডিজাইন করতে। সে তার অভিজ্ঞতা থেকে ডিজাইন করেছে, তাই হয়তো সেজন্য মিল হতে পারে।





তবে ছবির পরিচালক মিজানুর রহমান বলেন, আমরা সেই তামিল মুভির থেকে অনেকটা ভিন্ন ক্যারেক্টার এবং ভিন্ন চিন্তা ভাবনা নিয়ে ছবিটি তৈরী করেছি। আপনারা ছবিটি দেখলে ভালো খারাপ বুজতে পারবেন।